ক্লাব থেকে ক্রিকেটারদের পাওনা আদায়ে কোয়াবের উদ্যোগ
বাংলাদেশের ক্রিকেটারদের বড় একটা অংশই নির্ভর করে থাকেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের আয়ের উপর। করোনাভাইরাসের মহামারির কারণে শুরুর কদিন পরই স্থগিত হয়ে যাওয়ায় প্রিমিয়ার লিগের এই মৌসুমই অনিশ্চয়তায়, এতে সংকটে ক্রিকেটাররা। চুক্তির শর্ত অনুযায়ী পাওনাও বাকি পড়েছে অনেক ক্রিকেটারের। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) তাই এই পাওনা আদায়ে উদ্যোগী হয়েছে।
মঙ্গলবার অনলাইনে এই ব্যাপারে সভা করেছে কোয়াব। সেই সভায় বিসিবির সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয়। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ও সিসিডিএম প্রধান কাজী ইনাম আহমেদ আলোচনার আশ্বাস দিয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে কোয়াব।
গত ১৫ ও ১৬ মার্চ এক রাউন্ড খেলা হওয়ার পরই বন্ধ হয়ে যায় প্রিমিয়ার লিগ। তারপর থেকে চলছে টানা স্থবিরতা। নিয়ম অনুযায়ী লিগ শুরুতেই ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ শতাংশ বুঝিয়ে দেওয়ার কথা ক্লাবগুলোর। কিন্তু অনেক ক্রিকেটারই তা পাননি।
কোয়াব বিসিবিকে এই ব্যাপারে আলোচনা করে সমাধান বের করার আহবান জানিয়েছে। এছাড়া পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেটারদের অনুশীলন শুরুর কথা ভাবতেও আহবান জানিয়েছে ক্রিকেটারদের সংগঠন।
কোয়াব জানিয়েছে মঙ্গলবার আলোচনায় অংশ নিয়েছেন কোয়াবের সভাপতি ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান, কোয়াবের সহ-সভাপতি ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ, সাধারণ সম্পাদক দেবব্রত পাল, ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, তুষার ইমরান, জহুরুল ইসলাম, নাসির হোসেন, এনামুল হক জুনিয়র, শাহরিয়ার নাফীস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ।
Comments