কুষ্টিয়ায় নৌকাডুবি: পদ্মা থেকে ২ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২
কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ চার জনের মধ্যে দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের ঘোষপুর এলাকায় ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে মরদেহ দুটি ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। তারা হলেন, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের শরিফুল এবং জুবায়ের। এখনো যে দুজন নিখোঁজ রয়েছেন তারা হলেন, জুয়েল ও জাকির। তারা সবাই পেশায় দিনমজুর।
পাবনা সদর ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক সাইফুজ্জামান জানান, নিখোঁজদের উদ্ধারে ডুবুরিদের অভিযান অব্যাহত আছে।
দুর্ঘটনার পর সাঁতরে তীরে ওঠা মনসুর আলী জানান, পদ্মার চরে উলু ঘাস কাটতে ভেড়ামারা থেকে শ্রমিকেরা কুমারখালীর ঘোষপুর এসেছিলেন। চরে যেতে দুইটি ডোঙা নৌকা ভাড়া করা হয়। নৌকা দুটিতে ৪ জন ও ৯ জনে ভাগ হয়ে পদ্মা পাড়ি দিয়ে চরে পৌঁছানোর চেষ্টা করেন। কিন্তু প্রবল স্রোতে প্রথমে ৯ জনের নৌকাটি ডুবে যায়। ডুবন্তরা চার জনের নৌকায় চড়ার চেষ্টা করলে সেটিও ডুবে যায়। ৯ জন সাঁতারে পাড়ে আসতে পেরেছেন।
Comments