গ্রিজমানের ভাগ্য নির্ধারিত হবে এ সপ্তাহেই!
এক বছর হয়ে গেল বার্সেলোনায় যোগ দিয়েছেন আতোঁয়ান গ্রিজমান। অথচ এখনও ক্লাবটির সঙ্গে মানিয়ে নিতে পারেননি বিশ্বকাপ জয়ী এ তারকা। সাম্প্রতিক সময়ে তো প্রথম একাদশেই জায়গা পাওয়া কঠিন হয়ে গেছে তার। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বদলী নেমে খেলতে পেরেছেন মাত্র ২ মিনিট। তাতে উঠেছে নানা প্রশ্ন।
সাম্প্রতিক সময়ে ম্যাচে সুযোগ না পাওয়ায় তার প্রতি ক্লাবটির আগ্রহ হারিয়ে ফেলার বিষয়টি অনেকটাই স্পষ্ট। গুঞ্জন রয়েছে তাকে বিক্রি করেও দিতে পারে কাতালানরা। তবে শেষ পর্যন্ত ভাগ্যে কী আছে এ তারকার, তা জানা যাবে এ সপ্তাহেই। এমন সংবাদই প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন।
সাম্প্রতিক সময়ে ক্লাবটির সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না গ্রিজমানের। বিশেষ করে কোচ কিকে সেতিয়েন আসার পর সে রথে সুযোগ মিলছে না। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই খেলেছেন বদলী খেলোয়াড় হিসেবে। তাও সুযোগ পাচ্ছেন খুব কম। ইএসপিএনের সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহেই গ্রিজমানের ব্যাপার নিয়ে আলোচনা সভায় বসবেন বার্সা কর্তৃপক্ষ। তাতে অবশ্য থাকছেন না এ ফরাসি তারকা। তবে থাকছেন তার তার বোন মাউদ গ্রিজমান, যিনি তার মুখপাত্রও বটে।
মূলত সাবেক ক্লাব অ্যাতলেতিকোর বিপক্ষে ম্যাচের ৯০তম মিনিটে গ্রিজমানকে বদলী নামানোয় চটেছে গ্রিজমানের পরিবার। তারপরই তার বাবা সামাজিক মাধ্যমে লিখেছিলেন, 'কথা বলার সময় এসেছে।' সে ধারাতেই হয়তো এ সভা আয়োজন হতে যাচ্ছে। সে ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছিলেন গ্রিজমানের ভাইও। টুইটারে তিনি লিখেছিলেন, 'সত্যিই কাঁদতে ইচ্ছা করছে। মাত্র ২ মিনিট…।'
তবে জানা গেছে, বার্সা কর্তৃপক্ষের আলোচনা করলেও এ মুহূর্তে বার্সা ছাড়তে চাইছেন না গ্রিজমান। যদিও ইতালির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী গ্রিজমানের পরবর্তী গন্তব্য হতে পারে ক্রিস্তিয়ানো রোনালদোর দল জুভেন্টাস। এমনকি ইন্টার মিলানের লাউতারো মার্তিনেজের সঙ্গে অদল বদলও করতে পারে বার্সেলোনা।
উল্লেখ্য, গত গ্রীষ্মকালীন দলবদলে ১২০ মিলিয়ন ইউরো খরচ করে অ্যাতলেতিকো থেকে গ্রিজমানকে কিনে আনে বার্সেলোনা। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৪৪ ম্যাচ খেলে করেছেন ১৫ গোল। সবশেষ ভিয়ারিয়ালের বিপক্ষে দারুণ এক গোল করেছেন তিনি।
Comments