করোনায় কিং ফাহাদ হাসপাতালের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট মুজিবুল হকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সৌদি আরবের মদিনার কিং ফাহাদ হাসপাতালের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট মুজিবুল হক চৌধুরী (৮০)। গতকাল রাত ৩টায় সিলেটের মাউন্ড এডোরা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মুজিবুল হক চৌধুরীর মেয়ে ডা. আয়েশা চৌধুরী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বাবা (মুজিবুল হক চৌধুরী) দীর্ঘ ৩৮ বছর মদিনার কিং ফাহাদ হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত ছিলেন। অবসরের সময় সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাকে “গোল্ড মেডেল” দেওয়া হয়েছিল।’
ডা. মুজিবুল হক চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীর বাবা।
উল্লেখ্য, মুজিবুল হক চৌধুরীর মৃত্যুর পর জানা গিয়েছিল, তিনি কিং ফাহাদ হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি সেই হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে কর্মরত ছিলেন।
Comments