জুনিনহোকে কড়া জবাব পিএসজির
প্রসঙ্গটা এক ব্রাজিলিয়ানকে নিয়ে। তর্কে মেতেছেন আরও দুই ব্রাজিলিয়ান। হালের অন্যতম সেরা তারকা নেইমারকে নিয়ে অলিম্পিক লিঁওর স্পোর্টিং ডিরেক্টর জুনিনহোর কথা বলা পছন্দ হয়নি প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর। অথচ এক সময় দুইজনই এক তাঁবুতে লড়েছেন ব্রাজিল জাতীয় দলের হয়ে।
'নেইমারকে দেখুন, পিএসজিতে ও এসেছে শুধু টাকার জন্য।' সম্প্রতি নেইমারকে নিয়ে দ্য গার্ডিয়ানকে এমন কথাই বলেছেন জুনিনহো। যদিও পরে পিএসজির হয়েই সাফাই গেয়েছেন তিনি, 'পিএসজি ওকে সম্ভাব্য সবকিছুই দিয়েছে, কিন্তু এখন ও চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ক্লাব ছাড়তে চাইছে। আমার মনে হয় নেইমারের এখন সময় হয়েছে পিএসজিকে কিছু ফিরিয়ে দেওয়ার। এখন ওর কৃতজ্ঞতা দেখানোর সময়। এটা একটা বিনিময় দেখানোর সময়। নেইমারকে এখন দেখাতে হবে সে পিএসজির হয়ে মাঠে কী করতে পারে। সে কতটা দায়িত্বশীল, নেতৃত্বগুণ আর নিবেদন কতটা এসবও এখন দেখানোর সময়।'
এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু পরে যোগ করে আরও বলেছেন এ ব্রাজিলিয়ান, 'সমস্যাটা হচ্ছে ব্রাজিলের সংস্কৃতিটাই এখন বদলে গেছে। সবাই এখন টাকার পেছনে ছোটে। সবাইকে এটাই শেখানো হচ্ছে এবং নেইমারও সেটাই করছে।' ধারণা করা হচ্ছে এ কথাটাই পছন্দ হয়নি লিওনার্দোর। কারণ কারিকারি টাকার লোভ দেখিয়ে খেলোয়াড় কেনার কথাটা তো আর অসত্য নয়।
সবমিলিয়ে বেজায় চটেছেন লিওনার্দো। সাবেক সতীর্থকে নিজের চরকায় তেল দিতে বলেছেন তিনি, ‘আমি বুঝি না সবসময় কেন পিএসজিকে নিয়ে এতো কথা হয়। এখন জুনিনহোও নেইমার ও পিএসজিকে নিয়ে কথা বলছে। নিজের ক্লাব নিয়েই কথা বলা ভালো। আমরা তো লিঁওর পরিস্থিতি নিয়ে কোনো কথা বলিনি, আমি ওদের আমাদের খেলোয়াড় ও ক্লাবকে নিয়ে কথা বলতে নিষেধ করব।’
উল্লেখ্য, জুনিনহোর সাক্ষাৎকারের পর এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নেইমার।
Comments