সাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Regent_Chair_Sahed.jpg
ছবি: সংগৃহীত

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

ইমিগ্রেশন পুলিশের সূত্র জানায়, সাহেদ যেন দেশের বাইরে যেতে না পারে সে বিষয়ে আমরা সতর্ক আছি। আমরা চিঠি পেয়েছি। প্রতিটি ইমিগ্রেশন পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে আছে।

রিজেন্ট হাসপাতালে কোভিড-১৯ নেগেটিভ ভুয়া সনদ এবং করোনা পরীক্ষা ও আক্রান্ত রোগীদের চিকিৎসায় অনিয়মের অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে গত ৭ জুলাই মামলা করে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারি পরিচালক সুজয় সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অভিযানের পরে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সকালে সাহেদের সহযোগী তরিকুল ইসলামকে নাখালপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু নথিপত্র জব্দ করা হয়েছে।’

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

2h ago