আগে নিজেদের কাজ, পরে রিয়ালের হারের প্রত্যাশা সুয়ারেজের

ছবি: রয়টার্স

কাতালান ডার্বিতে আগের দিন এস্পানিওলকে হারিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। এখন আলাভেসের বিপক্ষে পরবর্তী ম্যাচে পা হড়কালেই ব্যবধানটা থাকবে তাদের। অন্যথায় ফের ব্যবধান বাড়বে। তাই স্বাভাবিকভাবেই রিয়ালের হার চাইবেন বার্সেলোনার খেলোয়াড়রা। তবে প্রতিপক্ষের হার প্রত্যাশা করার আগে নিজেদের কাজটা ঠিকঠাকভাবে করতে চান দলের অন্যতম সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজ।

লিগে এখনও তিন রাউন্ড বাকি বার্সেলোনার। প্রতিপক্ষ রিয়ালের বাকি চারটি। লিগ শিরোপা ধরে রাখতে নিজেদের সব ম্যাচে জয়ের পাশাপাশি কমপক্ষে একটি ম্যাচে হার সহ কমপক্ষে দুটি ম্যাচে পয়েন্ট খোয়াতে হবে রিয়ালকে। ৩৫ ম্যাচে বার্সেলোনার অর্জন ৭৬ পয়েন্ট। সেখানে এক ম্যাচ কম খেলেই জিনেদিন জিদানের রিয়ালের পয়েন্ট ৭৭। লিগ জিততে আর ৮ পয়েন্ট চাই তাদের।

এ পরিস্থিতিতে রিয়ালের হারের জন্য প্রার্থনাটা খুব স্বাভাবিকভাবেই করবে বার্সেলোনা। সুয়ারেজ অবশ্য বলছেন ভিন্ন কথা। কারণ প্রতিপক্ষের পয়েন্ট খোয়ানোর পাশাপাশি নিজেরাও পয়েন্ট খোয়ালে তাতে লাভ হবে না। তাই আগে নিজেদের সব ম্যাচে জয়ের দিকেই নজর দিচ্ছেন এ উরুগুইয়ান, 'আমাদের লক্ষ্য বাকি তিনটি ম্যাচে জয় লাভ করা। এরপর আমরা প্রত্যাশা করবো প্রতিপক্ষ যেন পা হড়কায়। আমরা কেবল নিজেদের ম্যাচগুলো নিয়ে ভাবছি।'

ঘরের মাঠে আগের দিন সুয়ারেজের করা একমাত্র গোলেই জয় পায় বার্সেলোনা। অথচ প্রতিপক্ষের দল তলানিতে। হারের ফলে দ্বিতীয় স্তরে নেমে গেছে তারা। এ দলকে হারাতেও ঘাম ঝরে দলটির। তবে অবনমন ঠেকাতে মরিয়া হয়ে খেলার কারণেই জয় পাওয়া কঠিন হয়েছে বলে জানান সুয়ারেজ। পাশাপাশি টানা খেলার ধকলের কথাও জানালেন, 'রোববারের ম্যাচের পর কিছুটা ক্লান্তি ছিল এবং এটা লক্ষণীয় ছিল যে আমাদের মধ্যে প্রবলতাটা ছিল। গুরুত্বপূর্ণ বিষয়টি হল আমরা জিতেছি এবং আরও পয়েন্ট যোগ করতে পেরেছি। তাদের এ পরিস্থিতির কারণে আমরা জানতাম খেলাটা কতোটা কঠিন হবে।'

তবে ভিয়ারিয়ালের বিপক্ষে বেশ দারুণ খেলেছে বার্সেলোনা। অনেকের মতে এটাই ছিল চলতি মৌসুমে বার্সেলোনার সেরা ম্যাচ। আগের দিনও কোচ কিকে সেতিয়েন একই পরিকল্পনায় খেলিয়েছেন। তবে সে ম্যাচের মতো ফলাফল আসেনি। তবে পরিকল্পনা যেটাই হোক নিজেদের সমর্থন কোচের প্রতি রয়েছে বলে জানান সুয়ারেজ, 'কোচ এসব ব্যাপারে সিদ্ধান্ত নেয়। তাকে একটা ভালো পদ্ধতি খুঁজে বের করতে হবে। তার প্রতি আমাদের সমর্থন সবসময়ই রয়েছে।'

Comments

The Daily Star  | English

Ex-CEC Nurul Huda gives confessional statement in poll irregularities case

Statement being recorded before magistrate in case over alleged bias in past elections

6m ago