লাল কার্ড দেখায় ফাতিকে 'দোষ' দিচ্ছেন না কোচ

একে রিয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে, তার উপর তলানিতে থাকা এস্পানিওলের সঙ্গেও পয়েন্ট খোয়ানোর শঙ্কা। এ অবস্থায় ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে তরুণ আনসু ফাতিকে নামিয়ে ছিলেন কোচ কিকে সেতিয়েন। কিন্তু পাঁচ মিনিট পরই দলকে বিপদে ফেলে লাল কার্ড দেখেন ফাতি। তাতে আরও একটি ধাক্কা খাওয়া যেন সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল তাদের। তারপরও ফাতিকে কোনো দোষ দিচ্ছেন বার্সা কোচ সেতিয়েন।
আগের দিন কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে লুইস সুয়ারেজের দেওয়া একমাত্র গোলে জয় পায় বার্সেলোনা। তবে ম্যাচে সবচেয়ে বেশি আলোচনা ১৭ বছর বয়সী তরুণ ফাতির লাল কার্ড নিয়ে। বল দখলের লড়াইয়ে বিপজ্জনকভাবে ফের্নান্দো কালেরোকে আঘাত করেন তিনি। যদিও প্রথমে হলুদ কার্ড দিয়েছিলেন রেফারি। তবে পরে ভিএআর দেখে লাল দেখান তিনি।
ক্যারিয়ারের শুরুতেই এমন ঘটনা কিছুটা হলেও প্রভাবিত করতে পারে ফাতিকে। স্বাভাবিক শাস্তি হলে চলতি মৌসুমে আর লা লিগায় মাঠে নামতে পারবেন না এ তরুণ। সরাসরি লাল কার্ড দেখলে সাধারণত তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন খেলোয়াড়। লা লিগায় বার্সার আর ম্যাচই বাকি আছে তিনটি। তাই অনাকাঙ্ক্ষিত সে ঘটনায় ক্যারিয়ারের প্রথম লাল কার্ড ফাতির প্রতি সমবেদনা জানিয়েছেন বার্সা কোচ, 'সে এর দ্বারা প্রভাবিত হবে এবং আমরা দেখি কী শাস্তি হয় তবে এ মুহূর্তে আমি তাকে দোষী মনে করি না।'
আর কেন ফাতিকে দোষী মনে করছেন না তার ব্যাখ্যাও দিয়েছেন সেতিয়েন, 'ঘটনার পর সে খুব নম্র ছিল, আমার সাথে কথা বলতে এসেছিল। যা ঘটেছে তাতে তার খুব খারাপ লাগছিল। সে আঘাত করতে চায়নি, বল জিততে চেষ্টা করছিল। পরে আমি দেখেছি চ্যালেঞ্জটা যেমন দেখাচ্ছিল তার শক্ত ছিল। এটা এমন একটি মুহূর্ত যা এড়ানো যেত। সে যখন বলটি জিততে যায় আমি দেখেছি সে তার পা ভাঁজ করার চেষ্টা করেছে, যাতে কোনও সংঘর্ষ না হয়, তবে ততোক্ষণে ঘটে গেছে।'
তবে ফাতির লাল কার্ডের খেসারৎ দিতে হয়নি দলটিকে। তার লাল কার্ড দেখার তিন মিনিট পর প্রায় একি কাণ্ড করে এস্পানিওলের পল লোজানোও লাল কার্ড দেখায় রক্ষা পায় দলটি। অন্যথায় কোণঠাসা হয়ে পড়া এস্পানিওল ম্যাচে দারুণ লড়াই করছিল। প্রতিপক্ষে একজন বেশি খেললে জয় পাওয়াটা কঠিন হয়ে যেতে পারতো সেতিয়েনের শিষ্যদের।
Comments