শিক্ষার্থীদের অটো প্রমোশনের সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করতে 'অটো প্রমোশন' দেওয়ার কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিভিন্ন গণমাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীতে পরীক্ষা ছাড়াই অটো প্রমোশন দেয়া হবে মর্মে প্রতিবেদন এসেছে, যা ভিত্তিহীন ও গুজব।'
তিনি বলেন, 'শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত কোন সিদ্ধান্ত এখনও গ্রহণ করেনি।'
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে এবং ৬ আগস্ট পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে, সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন।
এ সময় প্রায় চার কোটি শিক্ষার্থীর শিক্ষা জীবন থমকে গেছে। এইচএসসি পরীক্ষা পিছিয়েছে অনির্দিষ্টকালের জন্য। প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা এবং মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক পরীক্ষাও পিছিয়ে গেছে।
Comments