কুমিল্লা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে দুই দিনে ১০ জনের মৃত্যু
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত দুই দিনে করোনার উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। আজ বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষের তথ্য মতে, করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় মারা গেছেন ছয় জন এবং বুধবার সকাল আটটা পর্যন্ত করোনা ইউনিটের আইসোলেশনে এক, করোনা ওয়ার্ডে দুই ও আইসিইউতে একজন মিলে মোট চার জন মারা গেছেন।
তারা সকলেই জ্বর, বুকব্যথা, শ্বাসকষ্টসহ করোনার অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানান হাসপাতালের সহকারী সার্জন ডা. ইসতিয়াক জামান চৌধুরী।
উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের বয়স ৩৮ বছর থেকে ৬৫ বছরের মধ্যে বলেও জানান তিনি।
গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে কান্দিরপাড়ের ৩৮ বছর বয়সী একজন, সদরের কালিকাপুরের ৬০ বছর বয়সী এক নারী, সদর দক্ষিণের ৬৫ বছর বয়সী এক নারী, মনোহরগঞ্জের ৩৮ বছর বয়সী একজন, চান্দিনায় ৬০ বছর বয়সী এক নারী ও চৌদ্দগ্রামে ৬৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।
করোনা ইউনিটে বুধবার সকাল আটটা পর্যন্ত মারা যাওয়া চার জন হলেন- নাঙ্গলকোটের ৪২ বছর বয়সী একজন, দেবিদ্বারের ৬০ বছর বয়সী একজন, সদর দক্ষিণের ৫০ বছর বয়সী একজন ও হোমনার ৬০ বছর বয়সী এক নারী।
এ পর্যন্ত কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গ এবং আক্রান্ত মিলিয়ে মোট ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গে ১৬৪ জন এবং করোনা শনাক্ত হয়ে মারা গেছেন ৩৫ জন।
গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন করে ১৭ জন রোগী করোনা ইউনিটে ভর্তি হয়েছেন এবং ছাড়পত্র পেয়েছেন ২৪ জন।
Comments