সরকারি চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের দুই মাসের মূল বেতনের সমান বিশেষ ভাতা
করোনাভাইরাস চিকিৎসায় সরাসরি নিয়োজিত সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সব কর্মচারীদের এককালীন বিশেষ সম্মানী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার অর্থ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।
পরিপত্রে বলা হয়েছে, করোনা চিকিৎসায় সরাসরি নিয়োজিত সরকারি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সব স্বাস্থ্যকর্মীদের দুই মাসের মূল বেতনের সমান বিশেষ ভাতা দেওয়া হবে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিশেষ ভাতা পাওয়ার উপযুক্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নামের তালিকা করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে দিতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ২০২০-২১ অর্থবছরের বাজেটে এই বিশেষ ভাতার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।
Comments