বান্দরবানে ৬ জনকে হত্যায় মামলা দায়ের

বান্দরবানে চলতি বছরের মার্চে আত্মপ্রকাশ হওয়া জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা (সংস্কার) গ্রুপের ছয় নেতাকর্মী হত্যার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ওই মামলায় অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে। জ্ঞাত এবং অজ্ঞাত আসামিরা পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির আরেক গ্রুপের সদস্য।’
জেএসএস এমএন লারমা (সংস্কার) দলের বান্দরবান কমিটির সেক্রেটারি উবা মং মারমা বাদী হয়ে এ মামলা করেছেন বলেও জানান জানান ওসি শহিদুল।
গত ৭ জুলাই সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে বান্দরবান শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে সদর উপজেলার বাঘমারা এলাকায় ওই হত্যাকাণ্ড ঘটে।
চলতি বছরের ১৩ মার্চ চট্টগ্রামে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেএসএস এমএন লারমা (সংস্কার) গ্রুপের বান্দরবানে আত্মপ্রকাশ ঘটে।
আরও পড়ুন:
বান্দরবানে অতর্কিত হামলায় জেএসএস সংস্কার দলের ৬ জন নিহত
চুক্তির বাস্তবায়ন না হওয়ায় বান্দরবানেও একাধিক সন্ত্রাসী গ্রুপের আত্মপ্রকাশ
Comments