সিউলের নিখোঁজ মেয়র পার্ক ওন-সুনের মরদেহ উদ্ধার

Park Won-Soon.jpg
পার্ক ওন-সুন। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের মেয়র পার্ক ওন-সুনের (৬৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল থেকে নিখোঁজ ছিলেন তিনি।

বিবিসি জানিয়েছে, সিউলের উত্তরে মাউন্ট বুগাক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই এলাকার কাছেই সর্বশেষ তার ফোনের সিগন্যাল পাওয়া গিয়েছিল।

তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার বাসা থেকে বের হওয়ার আগে একটি চিঠি রেখে যান পার্ক ওন-সুন। ওই চিঠি পাওয়ার পরই তার মেয়ে পুলিশে খবর দিয়েছিলেন।

ওই চিঠিতে তিনি বলেন, ‘আমি সবার কাছে দুঃখিত। আমার জীবনে যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।’

বিবিসি জানায়, নিখোঁজ হওয়ার ঘণ্টাখানেক আগে এক নারী কর্মকর্তা তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। তবে, এ বিষয়টি তার মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত কী না– সেটি এখনো নিশ্চিত নয়।

বার্তা সংস্থা এপিকে সিউল মহানগর প্রশাসনের কর্মকর্তা কিম জি হায়ং জানান, বৃহস্পতিবার পার্ক ওন-সুন সিউল সিটি হল অফিসের প্রেসিডেন্টের দপ্তরের এক কর্মকর্তার সঙ্গে একটি বৈঠক বাতিল করেন। সেদিন তিনি কার্যালয়েও যাননি।

পুলিশ কর্মকর্তা লি বাইওং-সিউক সাংবাদিকদের জানান, সিকিউরিটি ক্যামেরায় সর্বশেষ ১০টা ৫৩ মিনিটে তাকে দেখা গিয়েছিল।

বৃহস্পতিবার থেকে ড্রোন ও কুকুরসহ প্রায় ৬০০ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা ওই এলাকায় তল্লাশি চালায়।

মরদেহ উদ্ধারের পর পার্ক ওন-সুনের মরদেহ সিউল জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নেওয়া হয়েছে।

২০১১ সালে প্রথমবারের মতো সিউলের মেয়র নির্বাচিত হন পার্ক ওন-সুন। গত বছরের জুনে তৃতীয় ও শেষ মেয়াদেও মেয়র হিসেবে নির্বাচিত হন তিনি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সদস্য হিসেবে পার্ককে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য পদপ্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

Comments