সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নেতা খুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার সকালে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শনিবার সকালে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাবনা পয়েন্ট এলাকায় গতকাল শুক্রবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছিলেন ইকবাল হোসেন রিপন। রাত ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হামলায় আহত আরেক শ্রমিক নেতা বাবলা আহমদ তালুকদারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।’

ইকবাল ও বাবলার বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার খোজারখলা এলাকায়।

খায়রুল ফজল আরও বলেন, ‘রাতে বাবনা পয়েন্টে সিতারা হোটেলের সামনে অবস্থানকালে তাদের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত হলে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘণ্টাখানেক পরে মারা যান ইকবাল।’

হামলার প্রতিবাদে রাতেই বাবনা পয়েন্টে বিক্ষোভ করেন ট্যাংকলরি শ্রমিকরা। তবে শনিবার সকাল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

Comments