করোনা মহামারির মধ্যেই সিপিএলের সূচি ঘোষণা
করোনাভাইরাস মহামারির মধ্যে ক্রিকেট আসরগুলো স্থগিতের স্রোতে সামিল হচ্ছে না ক্যারিবিয়ানরা। ভীতি উপেক্ষা করেই অগাস্ট-সেপ্টেম্বরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সূচি প্রকাশ করেছে ক্রিকেট উইন্ডিজ (সিডব্লিউআই)।
আগামী ১৮ অগাস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ৩৩ ম্যাচের টুর্নামেন্ট। করোনাভাইরাসের কথা অবশ্য ঠিকই মাথায় আছে আয়োজকদের। এবার কেবল ত্রিনিদাদ ও টোবাগোতেই হবে সিপিএলের পুরো আসর। এরই মধ্যে আয়োজনের অনুমতিও প্রদান করেছে ত্রিনিদাদ সরকার।
তবে মহামারির সময়ে এই আসরের জন্য তারা বেঁধে দিয়েছে কিছু শর্ত। টুর্নামেন্টের ছয় ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়, অফিসিয়াল ও ম্যাচ অফিসিয়ালদের ত্রিনিদাদে যাওয়ার আগে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। ত্রিনিদাদ পৌঁছেও তাদের বাধ্যতামূলক ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে।
প্রত্যেক খেলোয়াড়কে কোভিড-১৯ পরীক্ষা দিতে হবে। হোটেলে বাইরের অতিথি আনা যাবে না। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই জৈব সুরক্ষিত পরিবেশে আয়োজিত হবে।
করোনার মধ্যে অবশ্য সবার আগে মাঠের অনুশীলনে নেমেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটাররাই। চার মাসের স্থবিরতা কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোতেও সামিল আছে তারা। এবার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগের আসর সময়মতো আয়োজন করতে চলেছে সিডব্লিউআই।
Comments