নায়িকা তমা মির্জা সপরিবারে করোনায় আক্রান্ত
সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা।
নায়িকা নিজেই দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তমা মির্জা বলেন, ‘আমার বাবাসহ পারিবারিক গাড়িচালক ১০ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। ছোট ভাইয়ের শরীরে সাত দিন আগে করোনা শনাক্ত হয়। এরপর মায়ের করোনা পজিটিভ আসে। গতকাল আমারও করোনা শনাক্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেকে বাসায় আইসোলেশনে থেকে ডাক্তারের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছি। ইতোমধ্যে চালক ও ছোটভাই সুস্থ হয়ে উঠেছেন।’
Comments