রিভার্স স্যুয়িংও ‘রিভার্স’ করান অ্যান্ডারসন!

ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার মনে করেন, জেমস অ্যান্ডারসনই একমাত্র বোলার যিনি কিনা রিভার্স স্যুয়িংও ‘রিভার্স’ করানোর মুন্সিয়ানা জানেন। প্রথাগত ইনস্যুয়িঙ্গারের রিস্ট পজিশনে ভিন্নতা না এনে ‘রিভার্স আউটস্যুয়িং’ করানোর অনন্য এক কৌশল নাকি রপ্ত করা আছে ইংল্যান্ডের এই অভিজ্ঞ পেসারের।
আরেক কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার সঙ্গে নিজের ‘১০০এমবি’ অ্যাপে চলমান ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট নিয়ে আলাপ করছিলেন শচীন। সেখানেই প্রসঙ্গক্রমে উঠে অ্যান্ডারসনের কথা।
লিটল মাস্টার খ্যাত শচীনের মতে, ‘রিভার্স স্যুয়িংয়ে জিমি অ্যান্ডারসন সম্ভবত প্রথম বোলার যে কিনা রিভার্স স্যুয়িংও রিভার্স করিয়ে ফেলতে পারে।’
সেটা আবার কীভাবে? শচীন বল হাতে নিয়ে ব্যাখ্যা করেছেন বিশদ, ‘দীর্ঘ সময় দেখার অভিজ্ঞতা থেকে বুঝেছি, সে আউটস্যুয়িঙ্গার করানোর জন্য বল ধরে। কিন্তু বল ছাড়ার সময় সে চেষ্টা করে বলটাকে ভেতরে নিয়ে আসার।’
‘বেশিরভাগ ব্যাটসম্যান তার বল ছাড়ার রিস্ট পজিশনটা দেখে বিভ্রান্ত হয়। সে দেখায় সে ইনস্যুয়িং করতে যাচ্ছে। কিন্তু বলের দুই পাশের ভারসাম্যহীনতার কারণে পড়ার পর তা ব্যাটসম্যানের থেকে বাইরের দিকে বেরিয়ে যায়।’
‘সে যা করে তা হলো আপনাকে খেলতে বাধ্য করে। বল ইনস্যুয়িংয়ের মতো এসে হুট করে বেরিয়ে যায়।
‘এখন আরও কয়েকজন এমনটা করার চেষ্টা করে। আমি দেখেছি স্টুয়ার্ট ব্রডও তা করতে চাইছে। কিন্তু অ্যান্ডারসন এটা অনেক অনেক আগে শুরু করেছে।’
৩৭ পেরুনো অ্যান্ডারসন টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলতম পেসার। চলমান সাউথ্যাম্পটন টেস্ট পর্যন্ত ১৫২ ম্যাচ খেলে ৫৮৭ উইকেট হয়ে গেছে তার।
Comments