কক্সবাজারে ঈদের আগে চালু হচ্ছে না হোটেল, মোটেল ও পর্যটন স্পট
দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারের আবাসিক হোটেল, মোটেল, কটেজ, রেস্তোরাঁ ও পর্যটন স্পটগুলো ঈদের আগে চালু হবে না।
আজ শনিবার কক্সবাজার জেলার কোভিড-১৯ প্রতিরোধ সংক্রান্ত পর্যালোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানান।
তিনি বলেন, ‘কক্সবাজার এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় সাংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র, সিভিল সার্জনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হেলালুদ্দীন আহমদ কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবা কার্যক্রমে সংশ্লিষ্ট চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে কথা বলেন।
Comments