নতুন মাইলফলকে মেসি
বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড় মেসি। প্রতিনিয়তই নতুন উচ্চতায় তুলে ধরছেন নিজেকে। একের পর এক রেকর্ড ভেঙে নিজের নাম লেখাচ্ছেন সেখানে। আগের দিন ভায়াদোলিদের বিপক্ষে কষ্টার্জিত জয়ের রাতেও নতুন মাইলফলকে পা রেখেছেন মেসি। লা লিগায় প্রথম খেলোয়াড় হিসেবে এক মৌসুমে কমপক্ষে ২০টি গোলের পাশাপাশি ২০টি অ্যাসিস্ট করার বিরল রেকর্ড গড়েছেন এ ক্ষুদে জাদুকর।
আগের দিন ভায়াদোলিদের বিপক্ষে ১-০ গোলে জয় পায় বার্সেলোনা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদাল। তবে এ মিডফিল্ডারকে পাসটি দিয়েছিলেন মেসিই। ম্যাচের ১৫তম মিনিটে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে ভিদালের উদ্দেশ্যে বুদ্ধিদীপ্ত এ পাস দেন তিনি। তাতেই চলতি মৌসুমে ২০তম অ্যাসিস্ট করেন বার্সা অধিনায়ক।
তবে করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিরতির পর ফের মাঠে ফিরে গোলের দেখা সে অর্থে পাচ্ছেন না মেসি। শেষ সাত ম্যাচে গোল পেয়েছেন মাত্র ৩টি। সবমিলিয়ে মৌসুমে তার গোলসংখ্যা ২২টি। তবে অ্যাসিস্ট করে যাচ্ছেন নিয়মিতই। মৌসুমের ২০তম অ্যাসিস্টে অবশ্য আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। লা-লিগায় এর আগে ২০০৮-০৯ মৌসুমে সর্বোচ্চ ২০টি এসিস্ট করেছিলেন জাভি। এদিন তার পাশে নাম লেখান মেসি।
কমপক্ষে ২০টি গোল ও ২০টি এসিস্ট করার ক্ষেত্রে লা লিগায় প্রথম হলেও একবিংশ শতাব্দীতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে দ্বিতীয় খেলোয়াড় মেসি। ২০০২-০৩ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে এই রেকর্ড গড়েছিলেন ফরাসি তারকা থিয়েরি অঁরি। মেসির মাধ্যমে ১৭ বছর পর আবারও বিরল এ রেকর্ড গড়তে দেখল ফুটবল বিশ্ব।
Comments