নোয়াখালীতে এমপিওভুক্তির দাবিতে কলেজ শিক্ষকদের মানববন্ধন

Noakhali Teachers Human Chain
নোয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের ব্যানারে শিক্ষকদের মানববন্ধন। ১২ জুলাই ২০২০। ছবি: স্টার

কলেজে অনার্স-মাস্টার্স চালু রয়েছে এবং কলেজও এমপিওভুক্ত কিন্তু এসব কলেজের শতাধিক শিক্ষক রয়েছেন যারা সরকারি বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত, অথচ তারা এমপিওভুক্ত নন।

এ অবস্থায় এমপিওভুক্ত করে শতভাগ বেতন-ভাতার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন বিভিন্ন কলেজের নন-এমপিও (মানথলি পে-অর্ডার) শিক্ষকরা।

আজ রোববার বেলা ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের ব্যানারে শতাধিক শিক্ষক এ কর্মসূচি পালন করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে তারা প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেন।

সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক মো. সাহাব উদ্দিন, সদস্য সচিব জহিরুল ইসলাম, কামাল হোসেন, সরোয়ার হোসেন, মাঈন উদ্দিন, মারজাহান আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, সব শিক্ষক অনার্স-মাস্টার্স হয়েও এখনও পর্যন্ত এমপিওভুক্ত নন। এখানে সর্বোচ্চ ২৮ বছর থেকে সর্বনিম্ন পাঁচ বছর পর্যন্ত শিক্ষকতা করছেন। তারা শুধুমাত্র কলেজের দেওয়া ৩ থেকে ৫ হাজার টাকায় জীবনযাপন করছেন। যা অত্যন্ত মানবেতর।

এসব শিক্ষকদের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ তে অর্ন্তভূক্ত করে তাদের এমপিও দেওয়ার দাবি জানান তারা।

তারা আরও জানান যে শুধুমাত্র এমপিও না হওয়ায় পদোন্নতি ছাড়াই অনেককে প্রভাষক হিসেবেই তাদের চাকরিজীবন শেষ করতে হচ্ছে।

মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেন।

Comments

The Daily Star  | English
rickshaws banned on Dhaka's main roads

Rickshaws no longer allowed on main roads: DNCC

More than 100 illegal battery-powered rickshaws were seized during the joint operation

33m ago