দলের পরিচয় বহন করলেও অপরাধীর শেষ রক্ষা হবে না: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধীর কোনো দল নেই। অপরাধ লুকোতে তারা নানান দলের পরিচয় বহন করলেও শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারে না।
obaidul_quader-1_1.jpg
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্টার ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধীর কোনো দল নেই। অপরাধ লুকোতে তারা নানান দলের পরিচয় বহন করলেও শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারে না।

আজ রোববার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় সেতুমন্ত্রী করোনার নমুনা পরীক্ষায় দুটি প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যখাতসহ সব খাতের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। যেখানেই দুর্নীতি হবে সেখানেই তদন্ত করে ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা দুর্নীতি দমন কমিশনের রয়েছে।

করোনার সংক্রমণ রোধে কোরবানির পশুরহাটের সংখ্যা কমানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোরবানির পশু কেনা-বেচায় বাড়তি চাপ মোকাবিলায় ডিজিটাল প্ল্যাটফর্ম হতে পারে সম্ভাব্য বিকল্প। অনলাইন বাজারে কোরবানির পশু কেনা-বেচার ক্ষেত্রে লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তদারকি বাড়াতে হবে।

তিনি আরও বলেন, করোনার সংক্রমণ রোধ, বন্যা পরিস্থিতি মোকাবিলা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন করে কোরবানির পশুরহাটের অনুমতি দেওয়া— এই তিনটি সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও মমত্ববোধ জাগিয়ে তোলার পাশাপাশি সংকট উত্তরণে প্রয়োজন দৃঢ় মনোবল।

দুর্যোগ ও সংকটের কষ্টিপাথরে উত্তীর্ণ মানবিক নেতৃত্ব শেখ হাসিনার প্রতি আস্থা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

Comments

The Daily Star  | English
Is human civilisation at an inflection point?

Is human civilisation at an inflection point?

Our brains are being reprogrammed to look for the easiest solutions to our most vexing social and political questions.

8h ago