লণ্ড্রী সেবায় নতুন অভিজ্ঞতা দিতে আসছে রিন-সেবা ব্রাইট মাস্টার
ভোক্তাপন্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ইউনিলিভার বাংলাদেশ’ এবং অনলাইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘সেবা প্ল্যাটফর্ম লিমিটেড’ যৌথভাবে ‘রিন-সেবা ব্রাইট মাস্টার’ নামে এক ভিন্নধর্মী লন্ড্রি সার্ভিস চালু করতে যাচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার ইউনিলিভার বাংলাদেশের কর্পোরেট অফিসে এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি সাক্ষরিত হয়েছে।
সারা দিনের কর্ম ব্যস্ততার পর ঘরের সব কাজের সঙ্গে কাপড় ধুয়ে শুকানো ও ইস্ত্রি করা দিন দিন ঝামেলার ব্যাপার হয়ে যাচ্ছে। সেই সঙ্গে এটি সময়সাপেক্ষ ও বটে। সেই সমস্যা সমাধানে ইউনিলিভার এবং সেবা প্ল্যাটফর্ম যৌথভাবে এই লণ্ড্রী সার্ভিসটি ঘরে ঘরে পৌঁছে দেবে রিন-সেবা এক্স ওয়াই জি ব্রাইট মাস্টার নামে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে অনেক লন্ড্রির দোকান থাকলেও তাদের ব্যবহৃত পন্যের মান নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ ও আস্থার অভাব। এর পাশাপাশি কাপড় দোকানে দেওয়া এবং নিয়ে আসার কাজ করতে হয় ভোক্তাকেই। রিন-সেবা এক্স ওয়াই জি ব্রাইট মাস্টার সার্ভিস দেবে সেই সমস্যা থেকে মুক্তি।
এই সার্ভিসের মাধ্যমে ভোক্তারা নিকটস্থ রিন-সেবা ব্রাইট মাস্টার স্টোরে তার অর্ডারটি করতে পারবেন সেবার মোবাইল এপ্লিকেশনটি ব্যবহার করে। অর্ডার নিশ্চিত করলে একজন ডেলিভারিম্যান নির্দিষ্ট সময়ের মধ্যে ভোক্তার কাছ থেকে কাপড় সংগ্রহ করবেন এবং এই লণ্ড্রী কাজে ব্যবহার করা হবে ইউনিলিভারের ফ্যাব্রিক সলিউশন পণ্য। লণ্ড্রী কাজের পর কাপড়গুলো নির্ধারিত সময়ে ভোক্তার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।
এই চুক্তির মধ্য দিয়ে রিন ও সেবা এক্স ওয়াই জি উদ্যোক্তাদের নিজ নিজ ব্যবসা তৈরি করতে ও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, ব্রাইট মাস্টার ইতিমধ্যেই ঢাকার সম্ভাব্য আট জন উদ্যোক্তাকে নিয়ে কাজ শুরু করেছে। পরবর্তীতে ঢাকা ও চট্টগ্রামের ৩০০ জন লণ্ড্রী সেবার সঙ্গে জড়িত উদ্যোক্তাকে এই প্রকল্পে যুক্ত করা হবে। আগ্রহী উদ্যোক্তারা এই প্রকল্পে যুক্ত হতে চাইলে নিজেরাও যোগাযোগ করতে পারবেন রিন ও সেবার সঙ্গে।
Comments