জুনে বাল্যবিয়ের সংখ্যা বেড়েছে: মানুষের জন্য ফাউন্ডেশন
দেশে চলমান করোনা মহামারির মধ্যে গত মে মাসের তুলনায় জুন মাসে বাল্যবিয়ের সংখ্যা অনেক বেড়েছে বলে জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
আজ রোববার সংস্থাটির মাসিক টেলিফোনিক জরিপ প্রতিবেদনে বলা হয়, গত জুনে ৪৬২ শিশু বাল্যবিয়ের শিকার হয়েছে। এর আগের মাসে সারা দেশে ১৭০টি বাল্যবিয়ের ঘটনা ঘটেছিল।
‘ভায়োলেন্স অ্যাগেনস্ট উইম্যান অ্যান্ড চিলড্রেন’ শিরোনামের প্রতিবেদনটিতে আরও বলা হয়, দেশে মে মাসের তুলনায় জুনে শিশু নির্যাতনের হারও বেড়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম ভার্চুয়াল কনফারেন্সে প্রতিবেদনটি তুলে ধরেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত মে মাসে ২৩৩টি ও জুনে ২০৭টি বাল্যাবিয়ে প্রতিহত করা হয়েছে।
মহামারিকালে স্থানীয় সরকার কর্তৃপক্ষ বাল্যবিয়ে রোধে নজরদারি যথাযথভাবে রাখতে না পারার কারণে জুনে বাল্যবিয়ের সংখ্যা বেড়েছে বলে মনে করছে সংস্থাটি।
এছাড়াও, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, সামাজিক নিরাপত্তাহীনতা ও প্রতিবেশীদের প্ররোচনাকেও বাল্যবিয়ে বেড়ে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
Comments