টাঙ্গাইলে আবদুল্লাহ হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলে বাসাইল উপজেলার চাঞ্চল্যকর শ্রমিক নেতা আবদুল্লাহ মিয়া হত্যা মামলার মূল আসামি শাহীন মিয়াকে (৪০) শনিবার রাতে নাটোর থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে বাসাইল উপজেলার চাঞ্চল্যকর শ্রমিক নেতা আবদুল্লাহ মিয়া হত্যা মামলার মূল আসামি শাহীন মিয়াকে (৪০) শনিবার রাতে নাটোর থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।

আজ রোববার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা হাসানাতের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদানের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের বিশেষ পুলিশ সুপার (সিআইডি) মোহাম্মদ রিয়াজুল হক দ্য ডেইলি স্টারকে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রীতেশ তালুকদারের নেতৃত্বে সিআইডির একটি দল নাটোরের গুরুদাসপুর থানার নাজিরপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে রাত ১০টায় শাহীনকে গ্রেপ্তার করে রাতেই তাকে টাঙ্গাইল নিয়ে আসে। দুপুরে তিনি হত্যাকাণ্ডের ব্যাপারে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জানা যায়, নির্মাণ শ্রমিক নেতা আবদুল্লাহর সাথে জমি বিক্রির পাওনা টাকা নিয়ে সোনালিয়া গ্রামের লিটন মিয়ার বিরোধ চলছিল। এই বিরোধ নিষ্পত্তির জন্য ৭ জুন স্থানীয় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে গ্রামে এক সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

সালিশের এক পর্যায়ে পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে লিটনের সহযোগী শাহীন ধারালো অস্ত্র দিয়ে আবদুল্লাকে আঘাত করে। পরে লিটনসহ অন্যান্যরা মিলে কুপিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করে।

পরদিন আবদুল্লাহর স্ত্রী সুমা বেগম বাদী হয়ে শাহীন ও লিটনসহ মোট সাতজনকে আসামি করে বাসাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বাসাইল পুলিশ মামলার আসামিদের গ্রেফতারে ব্যর্থ হলে গত সপ্তাহে মামলাটির তদন্তভার সিআইডির উপর ন্যস্ত করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রীতেশ জানান, মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Comments

The Daily Star  | English
Police implicate dead men in vandalism case

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago