সান ডিয়াগো ঘাঁটিতে মার্কিন নৌজাহাজে বিস্ফোরণ, আহত ২১
যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো নৌঘাঁটিতে একটি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর কর্মকর্তারা।
মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় আহত ১৭ জন নাবিক এবং চার জন বেসামরিক লোককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লেফটেন্যান্ট কমান্ডার প্যাট্রিসিয়া ক্রুজবার্গার সিএনএনকে জানান, মার্কিন নৌজাহাজ ইউএসএস বনহমি রিচার্ডের আহত নাবিকদের অবস্থা ততটা গুরুতর নয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল সকালে তিন দফা সংকেত পাওয়ায় দমকল বাহিনী ছুটে গিয়ে আগুন নেভায় বলে জানান সান ডিয়াগোর ফায়ার রেসকিউ ডিপার্টমেন্টের কর্মকর্তা মনিকা মুনোজ।
এসময় অন্যান্য অগ্নিনির্বাপনকারী সংস্থার সদস্যরাও তাদের সহায়তা করেন বলেও জানান তিনি।
Comments