কুয়েতে নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান
কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত পদে মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৮৮ সালে কমিশনপ্রাপ্ত আশিকুজ্জামান বিভিন্ন দায়িত্বশীল পদে কাজ করেছেন। সিয়েরা লিওন, আইভরি কোস্ট ও কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজে সিনিয়র ডিরেক্টিং স্টাফ (সেনা) হিসাবে দায়িত্বরত ছিলেন।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজ ও স্ট্র্যাটেজিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কুয়েতে মানবপাচার ও অর্থপাচারের অভিযোগে বাংলাদেশের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল এবং কুয়েতের কয়েকজন সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যের জড়িত থাকার বিষয়টি যখন গণমাধ্যমের শিরোনাম, এমন সময় মেজর জেনারেল আশিকুজ্জামান কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন।
মানব পাচার, ভিসা বাণিজ্য, ঘুষ ও অর্থ পাচারের অভিযোগে গত ৬ জুন কুয়েতে গ্রেপ্তার হন পাপুল। জিজ্ঞাসাবাদে পাপুল চুক্তি ও কর্মী নিয়োগে সে দেশের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেন।
বর্তমান রাষ্ট্রদূত এস এম আবুল কালাম ফেব্রুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া একটি চিঠিতে পাপুলের পক্ষে অবস্থান নেওয়ায়, পাপুলের অপরাধের তদন্তে তার ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ।
Comments