আগামীকাল থেকে কক্সবাজার সৈকতের বর্জ্য পরিষ্কার করা হবে
কক্সবাজারে সাগরের জোয়ারে ভেসে আসা শত শত টন প্লাস্টিক, ইলেকট্রনিক বর্জ্য সরানোর কাজ আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে।
বর্জ্যের উৎসের সন্ধানে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
গতকাল সোমবার কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।
বর্জ্যের উৎসের সন্ধানে গঠিত কমিটির প্রধান আশরাফুল আফসার ডেইলি স্টারকে বলেন, ‘বর্জ্য সরানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তবে, বুধবার থেকে পরিবেশ নিয়ে কাজ করে এমন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে আমরা বড় আকারে বর্জ্য সরানোর কাজ শুরু করব।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের বর্জ্য আসার ঘটনা কক্সবাজারের ইতিহাসে ঘটেনি। কীভাবে, কারা এ বর্জ্য সাগরে ফেলছে, তার অনুসন্ধানে মঙ্গলবার থেকে আমরা কাজ করব।’
‘আশা করি, সাত কর্ম দিবসের মধ্যে আমরা তদন্তের কাজ শেষ করতে পারব,’ যোগ করেন তিনি।
কক্সবাজারের পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি’র প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন ডেইলি স্টারকে বলেন, ‘এ বিষয়ে করণীয় নির্ধারণ করতে মঙ্গলবার কক্সবাজার জেলা প্রশাসন আমাদের ডেকেছে।’
‘এ সব বর্জ্য সরাতে আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের নিয়ে সর্বোচ্চ সহযোগিতা করব,’ বলেও জানান তিনি।
Comments