চট্টগ্রামে বিআরটিএ কর্মকর্তাদের সই, সিল জালিয়াতি, আটক ২
চট্টগ্রামে বিআরটিএ কর্মকর্তাদের সই, সিল জালিয়াতি করে ভুয়া লাইসেন্স সরবরাহ করার দায়ে দুই জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার মনু মিয়া (৫৫) ও চট্টগ্রামের রাঙ্গুনিয়ার আবুল হাশেম (৪২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই জনকে আটক করা হয় এবং তল্লাশি করে তাদের কাছ থেকে তিনটি ভুয়া ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়।
গত রোববার রাতে নগরীর খুলশি থানাধীন ষোলশহর সিডিএ মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামুন।
মাহমুদুল হাসান বলেন, ‘আটককৃতরা বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীর নাম, স্বাক্ষর ও সিল ব্যবহার করে ভুয়া ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্সের শিক্ষানবিশ কার্ড অবৈধভাবে তৈরি করে টাকার বিনিময়ে গাড়িচালকদের সরবরাহ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’
আটককৃত দুই জনকে খুলশি থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
Comments