ডা. সাবরিনার মামলা ডিবিতে হস্তান্তর

dr sabrina
জাল কোভিড-১৯ প্রতিবেদন দেওয়ার অভিযোগে ১২ জুলাই জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: মুনতাকিম সাদ

জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় দায়েরকৃত প্রতারণা মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাতে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। এখন ডিবি তেজগাঁও বিভাগ এটি তদন্ত করবে।’

কোভিড-১৯ পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়ার মামলায় গতকাল সোমবার ডা. সাবরিনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার একটি আদালত।

তেজগাঁও থানার পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) হাসনাত খন্দকার ডা. সাবরিনার চার দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে হাজির করার পর মহানগর হাকিম মো. শাহিনুর রহমান এই আদেশ দেন।

আরও পড়ুন:

জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনার ৩ দিনের রিমান্ড

Comments