মৌলভীবাজারে প্রান্তিক খামারিদের আশার আলো ‘স্মার্ট হাট’

করোনাভাইরাস সংক্রমণ রোধে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে মৌলভীবাজারে শুরু হয়েছে অনলাইন গরুর হাট।

করোনাভাইরাস সংক্রমণ রোধে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে মৌলভীবাজারে শুরু হয়েছে অনলাইন গরুর হাট।

এতে প্রান্তিক চাষিরাও বেশ আগ্রহ প্রকাশ করছেন। তাদের মতে, এর ফলে তাদের খরচ কমে আসবে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনভিত্তিক পশুর হাট চালু করা হয়েছে।’

‘সারা জেলায় ১০০০ খামারি রয়েছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১০০ বেশি খামারি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা খামারিদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, গরুর ভিডিও ও স্থির ছবি, দাঁতের সংখ্যা, ওজন, মূল্যসহ বিস্তারিত তথ্য এই ফেসবুক তালিকায় অন্তর্ভুক্ত করছি।’

উপজেলা পর্যায়েও তা বিস্তৃত করা হবে বলেও জানান তিনি।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মিরসংকর এলাকার খামারি মুজিবুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘আমি তিনটি গরু লালনপালন করেছি। বিক্রির জন্য প্রস্তুতি নিয়েছিলাম। করোনার কারণে শঙ্কায় ছিলাম গরু বিক্রি করতে পারবো কিনা।’

‘এই হাটের কথা শুনে মনে আশা জাগছে’ বলেও মন্তব্য করেন তিনি।

মুজিবুরের প্রতিবেশী সাদ্দাম মিয়া ডেইলি স্টারকে বলেন, ‘অনলাইন হাটের সংবাদ শুনে ভালো লাগছে। নিজের বাড়িতে থেকে কোনো ঝামেলা ছাড়াই গরু বিক্রি করবো।’

মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ ডেইলি স্টারকে বলেন, ‘করোনার সংক্রমণ রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে যেন রাস্তায় গরুর হাট বসানো না হয়। অনলাইনের মাধ্যমে গরু কেনা-বেচা করা যাবে।’

গত রোববার মৌলভীবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অনলাইন গরুর হাটের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

6h ago