আগামী ম্যাচেই শিরোপা উদযাপন করতে চান রামোস

sergio ramos
ছবি: এএফপি

স্প্যানিশ লা লিগার সেরার মুকুট পুনরুদ্ধারের সুবাস পাচ্ছে রিয়াল মাদ্রিদ। বাকি থাকা দুই ম্যাচে তাদের প্রয়োজন মাত্র দুই পয়েন্ট। তবে সার্জিও রামোস কোনো হিসাবের মারপ্যাঁচে যেতে চান না। ঘরের মাঠে আগামী ম্যাচটি জিতে শিরোপা উদযাপন করতে মুখিয়ে আছেন তিনি।

সোমবার রাতে গ্রানাদার মাঠে ২-১ গোলে জিতেছে শীর্ষে থাকা রিয়াল। আসরে টানা নবম জয়ে চ্যাম্পিয়ন হওয়ার একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে তারা। ৩৬ ম্যাচ শেষে স্পেনের সফলতম ক্লাবটির অর্জন ৮৩ পয়েন্ট। চার পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে আগের দুইবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

আগামী বৃহস্পতিবার ভিয়ারিয়ালকে মোকাবিলা করবে জিনেদিন জিদানের দল। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়। পূর্ণ পয়েন্ট পেলে ২০১৭ সালের পর প্রথম এবং সবমিলিয়ে রেকর্ড ৩৪তম লা লিগা শিরোপা জিতবে রিয়াল।

গ্রানাদার বিপক্ষে ঘাম ঝরানো জয়ের পর লস ব্লাঙ্কোস অধিনায়ক রামোস গণমাধ্যমকে বলেন, লিগের প্রতিটি ম্যাচেই জয় প্রত্যাশা করছেন তারা, ‘আমরা এখনও কিছুই জিতিনি। তবে এই দলটির মাঝে আপনারা শিরোপা জয়ের ক্ষুধা দেখতে পাবেন।’

‘(করোনাভাইরাসের ধাক্কা সামলে) পুনরায় লিগ চালু হওয়ার শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিল প্রতিটি খেলায় জেতা এবং আমরা (আগামীতেও) তা করার চেষ্টা করব। শিরোপা জেতার জন্য যা দরকার, আমরা তার চেয়েও অনেক বেশি কিছু করছি।’

‘মাঝের লম্বা বিরতিটা আমাদেরকে ঘুরে দাঁড়ানোর ও প্রতিটি ম্যাচ জেতার লক্ষ্য স্থির করার সুযোগ দিয়েছে। আশা করছি, বৃহস্পতিবারেই (জয় দিয়ে) দারুণভাবে শিরোপা উদযাপন করতে পারব।’

Comments

The Daily Star  | English

At least 204 bodies recovered from plane crash site: police

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

4h ago