রাঙ্গামাটি মেডিকেলে বিদ্যুতায়িত হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
রাঙ্গামাটি মেডিকেল কলেজে নির্মাণাধীন পিসিআর ল্যাবে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. আজিজ (২৮) এবং মো. আনোয়ার (২৬)। তাদের বাড়ি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায়।
বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এই পিসিআর ল্যাবের নির্মাণ কাজ শুরু হয় এ মাসেই। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানান, মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল। পাইপ স্থাপন করতে গিয়ে শ্রমিকেরা বিদ্যুৎস্পৃষ্ট হন।
তিনি বলেন, ‘আমরা দ্রুত তাদের জরুরি বিভাগে নিয়ে আসি, তবে তার আগেই তারা মারা যান।’
পিসিআর ল্যাবের অবকাঠামো নির্মাণ কাজে নিয়োজিত সংস্থা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম সানোয়ার জানান, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।
Comments