রিজেন্টে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজ গ্রেপ্তার
কোভিড-১৯ এর নকল সনদ এবং করোনা পরীক্ষা ও চিকিৎসায় অনিয়মের মামলায় রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের পরিচালক (লিগ্যাল ও মিডিয়া উইং) লে. কর্নেল আশিক বিল্লাহ।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে মাসুদ পারভেজকে গ্রেপ্তার করা হয়। মাসুদ রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের অন্যতম সহযোগী।'
গত ৭ জুলাই রিজেন্ট হাসপাতালে ভুয়া কোভিড-১৯ সনদ ও করোনা পরীক্ষা ও চিকিৎসায় রোগীদের কাছ থেকে অর্থ আদায়ে অনিয়মের অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ, ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা (পশ্চিম) থানায় মামলা করে র্যাব।
Comments