বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের ২ চালক গ্রেপ্তার
বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনা মামলার পলাতক দুই আসামি ময়ূর-২ লঞ্চের চালক শিপন হাওলাদার ও শাকিলকে সূত্রাপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।
নৌপুলিশের অতিরিক্ত এসপি (মিডিয়া) ফরিদা পারভীন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে, সোমবার ভোররাত দেড়টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী র্যাব দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে লঞ্চের মাস্টার বাসার মোল্লাকে গ্রেপ্তার করে।
গত ২৯ জুন পুরান ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় এমভি ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মনিং বার্ড-২ যাত্রী নিয়ে ডুবে গেলে ডুবুরিরা ৩৪ জনের মরদেহ উদ্ধার করে।
Comments