শামসুদ্দিন হাসপাতালের আরএমওসহ ৭ চিকিৎসক করোনায় আক্রান্ত

করোনা চিকিৎসায় নিবেদিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্রসহ সিলেট বিভাগে সাত চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
Sylhet
স্টার অনলাইন গ্রাফিক্স

করোনা চিকিৎসায় নিবেদিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্রসহ সিলেট বিভাগে সাত চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

ডা. সুশান্তের স্ত্রী ও একই হাসপাতালের চিকিৎসক ডা. রিতা রায়েরও করোনা শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ডা. সুশান্ত।

এর আগে গত সোমবার তাদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘করোনার উপসর্গ হিসেবে শুধু কাশি রয়েছে। এছাড়া আর কোনো উপসর্গ এখনো নেই। আপাতত দুই জনেই বাসায় আইসোলেশনে আছি’।

গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরিতে ২৮২টি নমুনা পরীক্ষার পর সাত জন চিকিৎসকসহ মোট ১৪১ জনের করোনা শনাক্ত হয়।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

8h ago