গভর্নর হিসেবে আবার নিয়োগ পেলেন ফজলে কবির
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবিরকে আবারও গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ফজলে কবিরকে তার বয়স ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত অর্থাৎ ২০২২ সালের ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে, গত ৯ জুলাই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদসীমার বয়স ৬৫ বছর থেকে বাড়িয়ে ৬৭ বছর করতে একটি বিল সংসদে পাস হয়।
উল্লেখ্য, ফজলে কবিরকে ২০১৬ সালের ১৫ মার্চ চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি ওই বছরের ২০ মার্চ গভর্নর হিসেবে যোগদান করেন এবং সে অনুযায়ী তার এ বছর ২০ মার্চ নিয়োগের মেয়াদ শেষ হয়। পরে, সরকার তার মেয়াদ আরও সাড়ে তিন মাস বাড়ায় এবং গত ৩ জুলাই সেই মেয়াদও শেষ হয়।
Comments