চট্টগ্রাম বন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি
চট্টগ্রাম বন্দরের তিন নম্বর শেডে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বন্দরের সচিব ওমর ফারুক। বিকেলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ওমর ফারুক জানান, আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। ঘটনার পর বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের পাশাপাশি আগ্রাবাদ, ইপিজেড ও বন্দর এলাকার ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি কাজ করেছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বন্দর সূত্র জানায়, আজ বুধবার বিকেল চারটার দিকে বন্দরে আমদানি পণ্যের তিন নম্বর শেডে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি গাড়ি প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম বন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের পাশাপাশি চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। কেমিক্যাল, ফেব্রিক্সসহ বিভিন্ন আমদানি পণ্যের ক্ষয়ক্ষতি হলেও, মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ জানা যায়নি।
বন্দরে আসা পণ্য খালাসের সঙ্গে জড়িত সিএন্ডএফ কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজে খোলা পণ্য আমদানির পর তা বন্দরের বিভিন্ন শেডে রাখা হয়। এ সব শেড থেকেই পণ্য খালাস করে থাকেন আমদানিকারকরা। বন্দরের তিন নম্বর শেডেও আমদানি পণ্য ছিল। হঠাৎ করে এ শেডের ভেতর থেকে ধোয়া আসতে দেখে সিএন্ডএফ কর্মীরা বন্দরের ফায়ার সার্ভিসকে খবর দেন।
Comments