ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ৩
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আম ব্যবসায়ী আশরাফ আলীকে (৫৫) হত্যার তিন দিন পর অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার বিকেলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামাল হোসেন ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, আজ ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আশরাফ আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত উপজেলা পরিষদ কার্যালয়ের অফিস সহকারী ও কোষারাণীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা সাদ্দাম হোসেন (৩২), উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী ও দুর্গাপুর গ্রামের বাসিন্দা বেলাল হোসেন (২৩) এবং জগথা গ্রামের বাসিন্দা রোকনুজ্জামানকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত আম ব্যবসায়ী আশরাফ আলী পীরগঞ্জ উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ছিলেন। গত সোমবার দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের খটসিঙ্গা বাজার এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে দিনই নিহতের ছোট ভাই জহিরুল হক বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া তিন জন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে যোগ করেন কামাল হোসেন।
আজ সন্ধ্যায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আলাউদ্দীন তিন জনের জবানবন্দী রেকর্ড শেষে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
Comments