জাফলং থেকে ট্যুরিস্ট গাইডের মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ট্যুরিস্ট গাইডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে সাদ্দাম হোসেন (৩০) নামে এক ট্যুরিস্ট গাইডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সাদ্দামের বাড়ি উপজেলার কালীনগর গ্রামে। তার বাবার নাম হাতেম আলী। তার ভাই জাফলং ট্যুরিস্ট গাইড অ্যান্ড স্টুডিও ওনার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সাদ্দাম ট্যুরিস্ট গাইডের পাশাপাশি ফটোগ্রাফি করতেন। গতকাল সকাল ৮টায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিকাল ৫টার দিকে জাফলংয়ের গ্রিনপার্ক এলাকায় তার মরদেহ পাওয়া যায়।’

আব্দুল আহাদ বলেন, ‘গতকাল বিকালে জাফলং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।’

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh

Dengue: 5 die, 872 hospitalised in a day

Highest number of single-day hospitalisations this year

Now