করোনায় পুলিশের আরও এক সদস্যের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. সিরাজুল ইসলাম নামে পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা ৩৮ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. সিরাজুল ইসলাম ১৯৯৪ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চর্ক পাঁচপাড়া গ্রামে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এ নিয়ে করোনায় পুলিশের ৫২ সদস্য মারা গেছেন।
আরও পড়ুন:
Comments