রথীন্দ্রনাথ রায়ের নতুন গান ‘আগুনের জুতো পায়ে হাঁটছি’

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায় দীর্ঘ বিরতির পর ‘আগুনের জুতো পায়ে হাঁটছি’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে।
গানের কথা হলো: ‘ডুবি ডুবি তবু, অযুত সাহসে, উজানে সাঁতার কাটি, পায়ে নিয়ে আমি আগুনের জুতো বেহায়া পথিক হাঁটি।’
আমিরুল মোমেনীন মানিকের কথায় গানটির সুরকার হাবিব মোস্তফা। এই গানের সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ।
রথীন্দ্রনাথ রায় দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘নতুন গানটি আমাকে মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। ফিরে গেছি সেই দিনগুলোতে। গানের কথা, সুর আমাকে ছুঁয়ে গেছে। আশা করি, শ্রোতাদের মন্দ লাগবে না।’
সুরকার হাবিব মোস্তফা ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘রথীন্দ্রনাথ রায়ের দরাজ কণ্ঠে গানটি দারুণ মানিয়েছে। তার মতো কিংবদন্তীর জন্য গানে সুর করতে পেরেছি এটা আমার জন্য একটা বড় পাওয়া।’
মানিক নামের একটি ইউটিউব চ্যানেলে নতুন গানটির ভিডিও প্রকাশিত হয়েছে।
Comments