জাভিকে বার্সা কোচ হতে 'না' করলেন সাবেক সভাপতি
এইতো কদিন আগেই কাতারের আল-সাদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন জাভি হার্নান্দেজ। কিন্তু তাতেও ফাঁক রেখে দিয়েছেন এ তারকা। চাইলেই বার্সেলোনার কোচ হতে পারবেন এমন শর্ত রেখেই কাতারের ক্লাবটির সঙ্গে ফের আরও এক বছরের চুক্তি করেছেন তিনি। আর বার্সার বর্তমান দুরবস্থায় যে কোনো সময় ক্লাবটির কোচ হয়ে যাওয়ার সম্ভাবনা ও ফেলে দেওয়ার নয়। তবে বর্তমান বোর্ডের অধীনে বার্সেলোনা কোচ না হওয়ার অনুরোধ করছেন ক্লাবটির সাবেক সভাপতি হুয়ান লাপোর্তে।
গত জানুয়ারিতে বার্সেলোনার সাবেক কোচ আরনেস্তো ভালভার্দেকে ছাঁটাই করার পর জাভিই ছিলেন বার্সার পছন্দের প্রথম তালিকায়। কিন্তু আল-সাদের দায়িত্ব থেকে মাঝ পথে ছাড়তে রাজি হননি জাভি। যে কারণে পরবর্তীতে কিকে সেতিয়েনকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এ কোচের অধীনে বার্সার দুরবস্থা কাটেনি। উল্টো বরাবর লিগে ভালো খেলতে থাকা দলটি এখানেও হোঁচট খেতে থাকে। তাতে লিগ শিরোপা প্রায় হাতছাড়া করে ফেলেছে দলটি। তাতে ফের গুঞ্জন উঠেছে আগামী মৌসুমেই বার্সার কোচ হতে পারেন জাভি।
তবে বর্তমান বোর্ডের অধীনে জাভিকে কোচ না হওয়ার পরামর্শ দিলেন সাবেক সভাপতি লাপোর্তে, 'যদি আমি জাভি হতাম তাহলে, এই বোর্ডের সঙ্গে কাজ করতে আসতাম না। প্রতিদিনই আমার নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা বাড়ছে। তবে তা করতে নিরেট কিছু ভিত্তি দরকার যাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি অন্যথায় আরও কয়েক বছর অপেক্ষায় থাকব।'
২০১৫ সালে বার্সেলোনা থেকে খেলোয়াড় হিসেবে আল-সাদে যোগ দিয়েছিলেন জাভি। এরপর গত জুলাইয়ে কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। প্রথম মৌসুমেই ক্লাবকে জিতেছেন শিরোপা। এর আগে খেলোয়াড় হিসেবেও জিতেছিলেন এ শিরোপা। তাতে ক্লাবটির হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে খেলোয়াড় ও কোচ হিসেবে লিগ জয়ের কীর্তি গড়েন তিনি। বিভিন্ন সময়ে সরাসরি বার্সেলোনার কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন জাভি।
এছাড়া লিওনেল মেসির বার্সা ছাড়ার শঙ্কাও করছেন লাপোর্তে, 'আমি আশা করি ২০২১ সালেও মেসি থাকবে তবে বোর্ডের একটা বাজে সিদ্ধান্তেই দেখা যাবে অপরিবর্তনীয় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবে। এটা বার্সাগেট নয় (মেসিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার কেলেঙ্কারি), এটা বার্তোগেট। ক্লাবের অবস্থানকে যেভাবে ঝুঁকিতে ফেলা হয়েছে, তাতে আমি খুব চিন্তায় রয়েছি।'
Comments