বিল গেটস, ওবামাসহ প্রভাবশালীদের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

ধনকুবের বিল গেটস, এলন মাস্ক, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ কয়েক লাখ ফলোয়ার আছে এমন অসংখ্য ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে।
ছবি: এএফপি

ধনকুবের বিল গেটস, এলন মাস্ক, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ কয়েক লাখ ফলোয়ার আছে এমন অসংখ্য ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে।

সিএনএন জানায়, বুধবার, এ সবগুলো অ্যাকাউন্ট থেকেই ক্রিপ্টোকারেন্সি চেয়ে টুইট করা হয়েছে। 

বিল গেটসের অ্যাকাউন্ট থেকে টুইটে জানানো হয়, ‘সবাই আমাকে ঋণ শোধের কথা বলছে। এখনই সময়। আধঘণ্টার মধ্যে আমাকে এক হাজার ডলার দিন, আমি আপনাকে দুই হাজার ডলার দেবো।’

তার নিচে ছিল বিট কয়েন পাঠানোর একটি লিঙ্ক।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন, কেইনি ওয়েস্ট, কিম কারদাশিয়ান ওয়েস্ট, ওয়ারেন বাফেট, জেফ বেজোস, মাইক ব্লুমবার্গ, মার্কিন টেক জায়ান্ট অ্যাপল এমনকি রাইড শেয়ারিং সেবাদাতা উবারের অ্যাকাউন্টসহ অনেকগুলো অ্যাকাউন্ট থেকে বিটকয়েনের মাধ্যমে অনুদানের অনুরোধ জানিয়ে একই রকম টুইট করা হয়েছে।

এ সবগুলো টুইটই পরে মুছে ফেলা হয়।

হ্যাকিং এর ঘটনার পর টুইটার জানায়, ‘আমাদের বিশ্বাস, এটা একটা সমন্বিত আক্রমণ। আমাদের কয়েকজন কর্মচারী যাদের অভ্যন্তরীণ সিস্টেম ও টুলসে অ্যাক্সেস আছে তাদের সফলভাবে আক্রমণ করে অ্যাক্সেস পাওয়ার পর হামলাটি চালানো হয়েছে।’

‘আমরা ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে ওই অ্যাকাউন্টগুলোকে লক করে দিয়েছি ও টুইট মুছে ফেলেছি। যে অ্যাকাউন্টগুলোতে আক্রমণ করা হয়েছে আমরা তা লক করে রেখেছি। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই মূল অ্যাকাউন্টের ব্যবহারকারীরা অ্যাক্সেস পাবেন।’

দিনটিকে কর্মীদের জন্য ‘কঠিন দিন’ আখ্যা দিয়েছেন টুইটার প্রধান জ্যাক ডরসি। এক টুইটে তিনি বলেন, ‘আমরা অসম্ভব বিব্রত যে এমনটা ঘটেছে। আমরা বোঝার চেষ্টা করছি। ঠিক কী ঘটেছে সেটি আমাদের কাছে পরিষ্কার হওয়ার পর যতটুকু সম্ভব আপনাদের জানাবো।’

সমস্যা সামাল দিতে কিছুক্ষণের জন্য ‘নীল চিহ্ন’ খচিত ‘ভেরিফাইড’ অ্যাকাউন্টগুলোর টুইটিং বন্ধ রাখা হয়।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

8h ago