মৌলভীবাজারে দুটি গন্ধগোকুল উদ্ধার ও অবমুক্ত

মৌলভীবাজারে দুর্লভ প্রজাতির দুটি গন্ধগোকুল উদ্ধার করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ মাজদিহি এলাকার হাসেম মিয়ার বাড়ি থেকে প্রাণীগুলো উদ্ধার করে বিকেলে বন বিভাগের উদ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
মৌলভীবাজার থেকে উদ্ধার হওয়া দুর্লভ প্রজাতির গন্ধগোকুল দুটি। ছবি: স্টার

মৌলভীবাজারে দুর্লভ প্রজাতির দুটি গন্ধগোকুল উদ্ধার করেছে বন বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ মাজদিহি এলাকার হাসেম মিয়ার বাড়ি থেকে প্রাণীগুলো উদ্ধার করে বিকেলে বন বিভাগের উদ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাসেম মিয়া তার বাড়ির টিনের চালে প্রাণীগুলোকে দেখতে পান। পরে প্রাণীগুলোকে আটক করে খাঁচায় ভরে রাখেন। আমরা খবর পেয়ে সেগুলো উদ্ধার করেছি। প্রাণীগুলো সুস্থ থাকায় পরবর্তীতে সেগুলো লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছি।’

তিনি জানান, অন্ধকারে অন্য প্রাণীর গায়ের গন্ধ শুঁকে চিনতে পারার অসাধারণ ক্ষমতা রয়েছে গন্ধগোকুলের। গন্ধগোকুল নিশাচর প্রাণী। দিনের বেলা বড় কোনো গাছের ভূমি সমান্তরাল ডালে লম্বা হয়ে শুয়ে থাকে, লেজটি ঝুলে থাকে নিচের দিকে। এরা ইঁদুর ও ফল-ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে।’

Comments