লা লিগার শিরোপার স্বাদ চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে মধুর: জিদান

কিংবদন্তি সাবেক ফরাসি ফুটবলার জিদান নিজ দলের অর্জনের ক্ষেত্রে কোনো ঘাটতি দেখছেন না।
zinedine zidane
ছবি: রয়টার্স

কোচ হিসেবে প্রথম দফায় রিয়াল মাদ্রিদকে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতান জিনেদিন জিদান। তবে ইউরোপের সেরা ক্লাব আসরের চেয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের স্বাদকে বেশি মধুর হিসেবে উল্লেখ করেছেন তিনি।

বৃহস্পতিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ ব্যবধানে জিতে রেকর্ড ৩৪তম লিগ শিরোপা ঘরে তুলেছে রিয়াল। কোভিড-১৯ মহামারির কারণে তিন মাসের অনাকাঙ্ক্ষিত বিরতি শেষে লা লিগা পুনরায় চালু হওয়ার পর দশ ম্যাচের সবকটিতে জিতেছে তারা।

লস ব্লাঙ্কোসদের কোচ হিসেবে দ্বিতীয় দফায় দ্বিতীয় ও সবমিলিয়ে একাদশ শিরোপা জয়ের পর স্প্যানিশ নেটওয়ার্ক মোভিস্টারকে জিদান বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগ-ই। তবে লা লিগা আমাকে আরও অনেক বেশি আনন্দিত করেছে।’

‘এটি একটি অসাধারণ অনুভূতি। এই খেলোয়াড়রা যা করেছে তা অবিশ্বাস্য। আমি কথা হারিয়ে ফেলছি। কারণ, আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছি।’

চলমান ২০১৯-২০ মৌসুমের শিরোপা জয়ের পথে রিয়াল পেয়েছে ভাগ্যের সহায়তা। বেশ কয়েকটি ম্যাচে ন্যূনতম ব্যবধানে জিততেও ঘাম ঝরাতে হয়েছে তাদের। তবে কিংবদন্তি সাবেক ফরাসি ফুটবলার জিদান নিজ দলের অর্জনের ক্ষেত্রে কোনো ঘাটতি দেখছেন না।

‘আমরা সেরা হয়েছি। কারণ, আমরা সর্বাধিক পয়েন্ট পেয়েছি এবং আমার কেবল এইটুকুই বলার আছে। একজন পেশাদার হিসেবে এটি আমার সেরা দিনগুলির একটি।’

‘খেলোয়াড়রাই এর (শিরোপা) জন্য লড়াই করেছে। এটা সত্য যে, আমি আমার ভূমিকা পালন করেছি। তবে তারা যা করেছে, সেসবের উপর তাদের বিশ্বাস ছিল।’

স্পেনের সফলতম ক্লাবটির উদযাপন এবার বরাবরের মতো হয়নি। মূল ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে চলছে সংস্কার কাজ। তাই প্রশিক্ষণ মাঠ আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে দর্শকশূন্য গ্যালারির সামনে শিরোপা তুলে দেওয়া হয় জিদানের শিষ্যদের হাতে।

খেলোয়াড় হিসেবে রিয়ালের জার্সিতে একবার লা লিগা জেতা জিদান বলেছেন, ‘সবার জন্যই বিষয়টি অদ্ভুত। সিবেলেসে (মাদ্রিদ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত চত্বর) আমাদের ভক্তদের সঙ্গে একত্রিত হতে পারলে ভালো লাগত। কিন্তু এটি হওয়ার নয়।’

‘তবে আমি নিশ্চিত যে, আজ (বৃহস্পতিবার) রাতে প্রত্যেকেই নিজেদের ঘরে খুব খুশি। ভক্তরা সবসময় দলের জয় দেখতে ভালবাসেন এবং আমরা তাদের জন্যই শিরোপা জিতেছি।’

Comments

The Daily Star  | English

Celebrity politicians: A diverse history

Political parties who have committed to participating in the upcoming 12th parliamentary election are preparing in full swing. The Awami League and Jatiya Party have announced their list of nominees, and interestingly, it includes a handful of celebrities

1h ago