মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধারের ঘটনায় লালমনিরহাটে ৭ জনের বিরুদ্ধে মামলা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রমনিগঞ্জ গ্রামে মাটি খুঁড়ে যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় সাত জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শনিবার দুপরে নিহত একরামুল হকের স্ত্রী মনিরা ইয়াসমিন মামলা করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী মনিরা ইয়াসমিন বলেন, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা প্রত্যেকেই চিহ্নিত মাদকদ্রব্য সেবনকারী ও পাচারকারী। তাদের সঙ্গে একরামুলের (২৯) পূর্ব পরিচয় ছিল। শত্রুতার জের ধরে তারা একরামুলকে হত্যা করে মাটিচাপা দেয়।
ওসি বলেছেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। গ্রেপ্তারের স্বার্থে এখনই আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে সানিয়াজান ব্রিজের পাশে একরামুলের মরদেহ উদ্ধার করা হয়। গন্ধ পেয়ে কয়েকটি কুকুর মাটি খুঁড়ে মরদেহ বের করার চেষ্টা করছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ পরে মরদেহ উদ্ধার করে।
গত ১০ জুলাই সকালে একরামুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি বলে পুলিশ জানায়।
Comments