হুমায়ূন আহমেদের লেখা সিনেমার জনপ্রিয় ১০ গান

বাংলা সাহিত্যের অনন্য এক নাম হুমায়ূন আহমেদ। আজ ১৯ জুলাই গল্পের এই জাদুকরের অষ্টম প্রয়াণ দিবস। সাহিত্য রচনার পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। নিজের পরিচালনায় চলচ্চিত্রের জন্যই বেশিরভাগ গান তিনি লিখেছেন। সেই গানগুলো পেয়েছে আকাশছোঁয়া জনপ্রিয়তা। হুমায়ূন আহমেদের লেখা শুধুমাত্র সিনেমার জনপ্রিয় ১০ গান নিয়ে দ্য ডেইলি স্টারের এই আয়োজন।
হুমায়ূন আহমেদ। ছবি: স্টার ফাইল ফটো

বাংলা সাহিত্যের অনন্য এক নাম হুমায়ূন আহমেদ। আজ ১৯ জুলাই গল্পের এই জাদুকরের অষ্টম প্রয়াণ দিবস। সাহিত্য রচনার পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। নিজের পরিচালনায় চলচ্চিত্রের জন্যই বেশিরভাগ গান তিনি লিখেছেন। সেই গানগুলো পেয়েছে আকাশছোঁয়া জনপ্রিয়তা। হুমায়ূন আহমেদের লেখা শুধুমাত্র সিনেমার জনপ্রিয় ১০ গান নিয়ে দ্য ডেইলি স্টারের এই আয়োজন।

১. একটা ছিল সোনার কন্যা

১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রের এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। তিনি এই গানের জন্য ২৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা কণ্ঠশিল্পী হয়েছিলেন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।

২. যদি মন কাঁদে

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে ‘যদি মন কাঁদে’ গানটি গেয়েছেন মেহের আফরোজ শাওন। গানটির জন্য ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন তিনি। ছবি পরিচালনাও করেছিলেন মেহের আফরোজ শাওন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এস আই টুটুল।

৩. বরষার প্রথম দিনে

২০০০ সালে মুক্তি পাওয়া ‘দুই দুয়ারী’ ছবিতে ‘বরষার প্রথম দিনে’ গানটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন। মকসুদ জামিল মিন্টুর সুর ও সংগীতায়োজনের এই গানটির জন্য সাবিনা ইয়াসমিন ২৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকার পুরস্কার পেয়েছিলেন।

৪. ও আমার উড়াল পঙ্খীরে

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘চন্দ্রকথা’ সিনেমার এই গানটি গেয়েছেন সুবীর নন্দী। এর সুর ও সংগীতায়োজনে ছিলেন মকসুদ জামিল মিন্টু।

৫. আমার ভাঙা ঘরে ভাঙা চালা

১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিতে গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন। এর সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।

৬. মাথায় পরেছি সাদা ক্যাপ

২০০০ সালে মুক্তি পাওয়া ‘দুই দুয়ারী’ ছবির এই গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী আগুন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।

৭. আমার আছে জল

২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমার আছে জল’ সিনেমার এই গানটির সুর ও সংগীত করেছেন হাবিব ওয়াহিদ।

৮. বাজে বংশী

২০১২ সালে মুক্তি পাওয়া ‘ঘেটুপুত্র কমলা’ সিনেমায় গানটি গেয়েছেন শফি মণ্ডল ও ফজলুর রহমান বাবু। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।

৯. চাঁদনী পসরে কে আমারে স্মরণ করে

গানটি ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘চন্দ্রকথা’ ছবিতে গেয়েছেন সেলিম চৌধুরী। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।

১০. লিলুয়া বাতাস

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘এক কাপ চা’ ছবিতে এই গানটি গেয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও আঁখি আলমগীর। নিজের ছবির বাইরে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ ছবির জন্য এই গানটি লিখেছিলেন হুমায়ূন আহমেদ।

Comments

The Daily Star  | English

At least 50 killed as trains collide in Odisha

At least 50 people were killed and 300 hospitalised in India after a passenger train collided with a goods train in Odisha's Balasore district on Friday, according to media reports

4h ago