করোনা উপসর্গ নিয়ে দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদকের মৃত্যু
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘দৈনিক আজকের সাতক্ষীরা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহসিন হোসেন বাবলু মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তার ভাগ্নে জি. এম মাসুদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ রোববার রাত সোয়া ১টার দিকে সাতক্ষীরা শহরের আটপুকুর এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
মাসুদুজ্জামান বলেন, ‘মহসিন হোসেন বাবলু গত এক সপ্তাহ ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার দিবাগত রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। হাসাপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। আজ তার গ্রামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার দেবনগরে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।’
Comments