রিজেন্টে প্রতারণার শিকার প্রত্যেককে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নোটিশ
রিজেন্ট হাসপাতালের দেওয়া ভুয়া করোনা পরীক্ষার সার্টিফিকেট প্রতারণার শিকার প্রত্যেককে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থা চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবিএফ) পক্ষে দেওয়া ওই নোটিশটি ইমেইলের মাধ্যমে স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছেন সিসিবিএফ’র পরিচালক ইসরাত হাসান। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতারণার শিকার ভুক্তভোগীদের তালিকা করে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আজ রোববার সিসিবিএফ’র পক্ষে ব্যারিস্টার মো. আব্দুল হালিম এ নোটিশ পাঠান। যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বৈধ লাইসেন্স আছে এবং করোনা পরীক্ষা করছে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের নাম ও তালিকা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার মো. আব্দুল হালিম।
একইসঙ্গে লিগ্যাল নোটিশের মাধ্যমে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে করা টেস্ট ও রোগীদের দেওয়া চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছে সিসিবিএফ।
লিগ্যাল নোটিশে সংস্থাটি বলেছে, ভুয়া কোভিড-১৯ সার্টিফিকেট দেওয়া মাধ্যমে রিজেন্ট হাসপাতাল রোগীদের সঙ্গে প্রতারণা করেছে। যা অবৈধ ও অমানবিক।
নোটিশে এও বলা হয়েছে, ৪৮ ঘণ্টায় মধ্যে ক্ষতিপূরণ দেওয়াসহ নোটিশে উল্লেখিত বাকি বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments