যাত্রাবাড়ীতে চোরের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকার একটি বাসায় চোরের ছুরিকাঘাতে তাজুল ইসলাম (৩৮) নামের এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১টার দিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর পৌনে ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাজুল ইসলাম বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার মৃত আব্দুল মালেকের ছেলে।
তাজুলের স্ত্রীর বড় ভাই আজমল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তাজুল শনির আখড়ার গোবিন্দপুর হাজী মসজিদের সামনের একটি বাসার পাঁচতলায় ভাড়া থাকতো। ওই এলাকাতেই তার ফার্মেসির ব্যবসা আছে। গত দেড় মাস আগে আমার বোন খাদিজা তার দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি বরিশাল গিয়েছে। ঘটনার সময় তাজুল বাসায় একাই ছিল।’
তিনি আরও বলেন, ‘দুপুরে জানতে পারি তাজুলকে কে বা কারা ছুরি মেরেছে। সংবাদ পেয়ে হাসপাতালে এসে তাজুলের মরদেহ দেখতে পাই।’
তাজুলকে হাসপাতালে নিয়ে যান ওই এলাকার বাসিন্দা মো. ইউসুফ। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুরে হঠাৎ চোর-চোর বলে ধাওয়া করে এক যুবককে ধরা হয়। এসময় তার হাতে ছুরি ছিল। একই সময় কয়েকজন মিলে তাজুলকে রক্তাক্ত অবস্থায় পাঁচতলা থেকে নিচে নামাচ্ছিল। পরে হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যান।’
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থল থেকে হৃদয় (২৭) নামের এক যুবককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে সে চুরি করতে এসেছিল। পরে পালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাত করে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
Comments